Friday, December 5, 2025

চৌগাছার রোকন হার্ডওয়ারে চুরি

চৌগাছা(যশোর )প্রতিনিধিঃ যশোরের চৌগাছা ভাস্কর্য মোড়ের রোকন হার্ডওয়ারে চুরি হয়েছে। গত রাতে রাত ৩.৪৫ মিনিটে দুঃসাহসি চুরি সংগঠিত হয়েছে। সংঘবন্ধ চোরেরা মার্কেটের ছাদে উঠে শিড়ি দিয়ে রোকন হার্ডওয়ার  দোকানের শার্টারের তালা ভেঙ্গে দোকানের ভিতরে প্রবেশ করে ড্রায়ারের তালা খুলে মোটা অংকের টাকা নিয়ে পালিয়ে যায়। দোকানের মালিক রোকনুজ্জামান (রোকন) জানান শনিবার সকালে দোকান খুলতে যেয়ে দেখেন শাটারের তালা ভাঙ্গা।  ভিতরে  সবকিছু লন্ডভন্ড। ড্রয়ারে টাকা ছিলো তা নেই। তিনি আরো জানান, দোকানের সিসি ক্যামেরায় চুরির দৃশ্য উঠে আসে। এ বিষয়ে থানাকে অবগত করা হলে এস আই কুদ্দুস ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর