বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ বাঘারপাড়ায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা খাতুসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার।
এছাড়া উপস্থিত ছিলেন, শিক্ষা কর্মকর্তা ইসমত আরা পারভীন, মৎস্য কর্মকর্তা তহুরা হক, ইউপি চেয়ারম্যান সব্দুর হোসেন খান, জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ চার জন জয়িতাদের সন্মননা প্রদান করা হয়। তাঁরা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য জামেলা বেগম, সফল জননী পারুল আক্তার, সমাজ উন্নয়নে গোলাপী খাতুন ও শিক্ষা ও চাকুরীতে হোসনে আরা।
আর কে-০৮







