Friday, December 5, 2025

কেশবপুরে বেগম রোকেয়া দিবস পালিত

কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

৯ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মোক্তার আলী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী। জয়িতা নারীদের মধ্যে বক্তব্য রাখেন নাজমা সুলতানা ও শ্রাবণী ঘোষ।

আলোচনা সভা শেষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলার ৫ জন জয়িতা নারীদের মাঝে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শাহিদা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী টুম্পা সাহা, সফল জননী নারী শ্রাবনী ঘাষ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন গড়া নারী খাদিজা বেগম, সমাজ উন্নয়ন বিশেষ অবদানে নাজমা সুলতানা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর