Friday, December 5, 2025

বাঘারপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বানববন্ধন ও আলোচনা সভা আনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে পৌরসভা ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে পৌর ভবনের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ডালিয়া সুলতানা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার।

বিশেষ অতিথি ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম, বীরমুক্তি যোদ্ধা খন্দকার শহিদুল্যাহ, কমিটির সহসভাপতি মাওলানা ফারুক হোসেন , সাধারণ সম্পাদক হাদিউজ্জামান , প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর , সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন মসজিদের ইমাম, শিক্ষক ও শিক্ষার্থী।

এদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আর কে-০৭

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর