Friday, December 5, 2025

ফেসবুক গ্রুপ ‘হৃদয়ে মনিরামপুর’ ফিরিয়ে দিলো রাকিবের নতুন জীবন

মনিরামপুর প্রতিনিধি:সংসারের অভাব ঘোছাতে মাত্র ১২ বছর বয়সেই ভ্যান নিয়ে রাস্তায় নেমে পড়েন রাকিব হোসেন।কিন্তু সেখানেও বিধিবাম। চার জন অপরিচিতি লোক চুকনগরে যাবার কথা বলে ৪০০ টাকায় ভাড়া করে রাকিবের ভ্যান। চুকনাগরে নিয়ে রাকিবকে জীবন নাশের ভয় দেখিয়ে ভ্যানটি কেড়ে নেয় ওই চার দুর্বৃত্ত।

উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি হারিয়ে চরম অসহায় অবস্থায় দিনাতিপাত করতে থাকে রাকিবের পরিবার। রাকিব হোসেন যশোরের মনিরামপুর উপজেলার ভরতপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।এদিকে ভ্যান খোয়ানো রাকিবের পরিবারের অসহায়ত্ব তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে একই এলাকার সোহেল নামের এক যুবক। সোহেল ফেসবুক গ্রুপ ‘হৃদয়ে মনিরামপুর’-পরিবারের সদস্য। বিষয়টি নজরে আসে গ্রুপের আসাদুজ্জামান মিন্টু, প্রবাসী মনিরুজ্জামান টিটোসহ অনেকের। রাকিবকে নতুন ভ্যান কিনে দেয়ার জন্য অর্থ সংগ্রহে নেমে পড়েন তারা। তাদের সংগৃহিত অর্থে নতুন করে তৈরী করা হয় ব্যাটারি চালিত ভ্যান।

শনিবার বিকেলে মনিরামপুর প্রেসক্লাব চত্ত্বরে একটি ব্যাটারি চালিত ভ্যান ‘হৃদয়ে মনিরামপুর’ গ্রুপের পক্ষ থেকে রাকিবকে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের সদস্য শামছুজ্জামান, প্রভাষক মুস্তাহিদুর রহমান চঞ্চল, সোহেল, জাফর হোসেন প্রমূখ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর