বৃহস্পতিবার সকালে বাঘারপাড়া প্রেসক্লাবের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরপ্রতিক ইসহাক কলেজের অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ।
এসময় উপস্থিত ছিলেন, পিস অ্যাম্বাসেডর বিএনপির মহিলা দলের সভাপতি দিলরুবা পারভীন, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ওয়াইপিএজির সমন্বয়কারী রিয়াজ হোসেন, ছাত্রদলের সহ-সমন্বয়কারী টগর হুসাইন, যুব সংগঠনের নুসরাত জাহান মৌমি, সনাতন বিদ্যাপিঠের সাধারণ সম্পাদক চয়ন বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক ও যুব সংগঠনের ইয়ুথ পিস অ্যাম্বাসেডরগণ।
মূল আলোচনায় অংশ নেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর আশরাফুজ্জামান। তিনি শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে ওয়াইপিএজির উদ্যোগ ও পরিকল্পনা তুলে ধরেন। সভা পরিচালনা করেন পিএফজি সমন্বয়কারি ইকরামুল কবির মিঠু।
আর কে-১০







