Friday, December 5, 2025

মনিরামপুর উপজেলার নবনির্বাচিত আমীর অধ্যাপক ফজলুল হকের শপথ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলার নবনির্বাচিত আমীর অধ্যাপক ফজলুল হকের শপথ ও শূরা নির্বাচন উপলক্ষে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমীরের শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল।

বুধবার বিকেলে মনিরামপুর শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত রুকন সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা সাবেক আমীর মাওলানা লিয়াকত আলী।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, জেলা কর্মপরিষদ সদস্য নুর-ই-আলী নূর মামুন, অধ্যাপক মুনির আক্তার, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট গাজী এনামুল হক, উপজেলা সাবেক নায়েবে আমীর মহিউল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দীন প্রমুখ।
সম্মেলনে জেলা আমীর আগামীদিনে দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা ও সাংগঠনিক কাজ আরও জোরদার করার ব্যাপারে দিকনির্দেশনা দেন।

রাতদিন সংবাদ/আর কে-২৩

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর