কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে যশোরের চৌগাছায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১১ডিসম্ভর) বিকাল ৪ টায় সম্মিলিত সাংস্কৃতিক জোট,ছায়াপত সংগীত একাডেমী,কিশোর সংগীত একাডেমী ,আসাফো সংস্কৃতিক সংগঠনের যৌথ আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালকরা হয়।মানববন্ধনে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দেবা শীষ মিশ্র জয়, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান শাহিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সফিকুরজ্জামান রাজু, চৌগাছা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, সংগীত একাডেমীর পক্ষ থেকে বক্তব্যে দেন সহ-কারী অধ্যাপক শাহনুর হোসেন, অরুপ রায, সিদ্দিকুর রহমান, আল্পনা মিশ্র,আনিসুর রহমান, আবু হাছান,নাসির উদ্দিন শুভ, ইকবাল হোসেন, আলী রমজান রুমি, শফিকুর রহমান, রুপা রানী, অলিম প্রিয়া ,নন্দিনী, অভিজিৎ কুমার রায়,কে ডি কার্ত্তিক প্রমুখ।
চৌগাছা প্রতিনিধি
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে চৌগাছায় মানববন্ধন







