এলাকাবাসীর অভিযোগ মাছের ঘেরে কাজ করা নিয়ে দ্বন্দ্বে সাবেক পাহারাদার ইসহাক সরদার (৪০) নামে এক ব্যক্তি তাকে কুপিয়ে জখম করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
সূত্র জানায় কেশবপুর শহর মধ্যকুল সরদারপাড়া এলাকার মুক্তার আলীর মাছের ঘেরে দীর্ঘদিন ধরে ওই এলাকার সাখাওয়াত হোসেন পাহারাদার হিসেবে কাজ করে আসছে। ওই ঘেরে পূর্বে পাহারা দিতো এলাকার ইসহাক সরদার। এ নিয়ে ওই দুজনের মধ্যে বিরোধ চলছিলো। এরই মধ্যে সোমবার সকালে ঘের সংলগ্ন এলাকায় সাখাওয়াত হোসেনকে পেয়ে ইসহাক সরদার ধারালো দা দিয়ে তার মাথায় ও কান বেড় দিয়ে মারাত্মক ভাবে কুপিয়ে জখম করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে খুলনার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
মাছের ঘের মালিক মুক্তার আলী বলেন, বছর দুয়েক আগে ইসহাক আলী দুই মাস ঘেরে কাজ করে স্বেচ্ছায় চলে যান। সাখাওয়াত হোসেন ও ইসহাক আলীর ভেতর কোন দ্বন্দ্ব আছে কীনা সেটা তার জানা নেই। ঘের সংক্রান্ত কোন ঘটনা এদের মধ্যে ঘটেনি।
এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরীফুল ইসলাম জানান, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
আর কে-০৭







