Friday, December 5, 2025

কেশবপুরের বিএনপি নেতার ভাইয়ের মৃত্যুতে কেন্দ্রীয় নেতা আজাদ

মোঃ জাকির হোসেন, কেশবপুর: কেশবপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কেশবপুর  হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের সাবেক প্রধান শিক্ষক জুলফিকার আলীর ছোট ভাই সুলতানা আহম্মেদ খোকন (৬৩) ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত নিজ বাড়ি তিনি মারা যান।

এদিকে কেশবপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলীর ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে তাদের গ্রামের বাড়িতে ছুটে যান কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল রাজ্জাক, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, উপজেলা যুবদলের নেতা আলমগীর ছিদ্দিক, মেহেদী হাসান হিমেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে।

 

রাতদিন সংবাদ/ এহসান জামিল-৯

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর