Friday, December 5, 2025

অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পিস্তল-গুলি ও মাদক উদ্ধার, আটক ২

বিশেষ প্রতিনিধি– যশোর অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা বুলেট, যৌন উত্তেজন ঔষধ ও বিপুল পরিমাণ মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার তালতলা ও একতারপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক মো. নুরুজ্জামান রিপন (৪০) উপজেলার একতারপুর গ্রামের মো. মনিরুজ্জামান ফকিরের ছেলে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
অপর আটক এনামুল হাসান ইমন (২৮) উপজেলার তালতলা গ্রামের মো. আব্দুস সবুর সরদারের ছেলে। তার কাছ থেকে ৩৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ বোতল ফেনসিডিল ও ৩ বোতল এমএস আঙ্গুর (যৌন উত্তেজক) ওষুধ উদ্ধার করা হয়।
আজ বুধবার (৬ নভেম্বর) সকালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে সেনাবাহিনী ও পুলিশের একটি চৌকশ দল উপজেলার একতারপুর গ্রামে অভিযান চালায়।
অভিযানের এক পর্যায়ে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা বুলেটসহ নুরুজ্জামান রিপন নামে এক যুবককে আটক করা হয়।
একই দিন রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার তালতলা গ্রামে অভিযান চালিয়ে ৩৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ বোতল ফেনসিডিল ও ৩ বোতল এমএস আঙ্গুর (যৌন উত্তেজক) ওষুধসহ এনামুল হাসান ইমন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটক দুইজনের বিরুদ্ধে অভয়নগর থানায় পৃথক মামলা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর