স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় দক্ষিণ চাঁদপুর গ্রামের ছবেদ আলী হত্যা মামলার আসামী দাউদ মোল্যা (৫৬) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
দাউদ মোল্যা প্রেমচারা গ্রামের মোসলেম মোল্যার ছেলে। বুধবার সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে , তার বিরুদ্ধে হত্যা মামলায় ওয়ারেন্ট ছিল । গ্রেফতার এড়াতে দীর্ঘ দিন তিনি পলাতক জীবন যাপন করে আসছিলেন। গত ৩০ জুন ২০১৮ সালে মারামারির ঘটনায় ছবেদ আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে ইলিয়াস হোসেন বাদী হয়ে ৪৭ জনের নামে মামলা করেন। সে মামলায় দাউদ মোল্যা ৪১ নং আসামী ছিলেন।
বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলিম জানিয়েছেন, আসামী দাউদ মোল্যার নামে গ্রেফতারি পরোয়ানা ছিলো । তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।







