বিশেষ প্রতিনিধিঃ যশোরের অভয়নগরে কবুতর চুরিকে কেন্দ্র করে চোর পক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার বারান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের নাম আমিন উদ্দিন বয়াতী (৮০)। তিনি ওই গ্রামের মৃত জামসেদ আলী মোড়লের ছেলে।
নিহতের ছেলে শাহনেওয়াজ মোড়ল জানান, কবুতর চুরিকে কেন্দ্র করে চোর পক্ষের মারধরের কারনে আমার পিতা মারা গেছেন। ঘটনার বিবরণে তিনি জানান,সোমবার রাত সাড়ে নয়টার দিকে বারান্দি গ্রামের মোবারেক মোড়লের ছেলে আরিফুল মোড়ল কবুতর চুরি করার উদ্দেশ্যে তাদের বাড়িতে প্রবেশ করে। এসময় চোরকে হাতেনাতে ধরে ফেললে সে চিৎকার শুরু করে। একপর্যায়ে আরিফুলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়ি হামলা চালায়। এ সময় বাড়ির সকলে পলিয়ে গেলেও বৃদ্ধ বাবা বাড়িতে অবস্থান করে। বাবাকে একা পেয়ে আরিফুল মোড়ল (২৫), মিজানুর মোড়ল (৪০), মৌসুমী বেগম (৩৫), হাবিবা খাতুন (২০) ও ইশারাত মোড়ল (৫০) বুকে ও পিঠে আঘাত করে। গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে এলাকাবাসীর সহযোগিতায় তার বাবাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।
হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম বলেন, আমিন উদ্দিন নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় পেয়েছি। তার লাশ থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ এমাদুল করিম বলেন, মারামারির ঘটনায় একজন নিহত হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সুরতহাল রিপোর্ট করে লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আর কে-১৫







