Friday, December 5, 2025

বাঘারপাড়ায় অস্ত্রসহ যুবলীগ কর্মী আটক

বাঘারাপাড়ায় তিনটি চাইনিজ কুড়ালসহ ইমরান হোসেন নামে যুবলীগের একজন কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার গভীর রাতে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের দয়ারামপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ইমরান একই গ্রামের আইয়ূব আলীর ছেলে।

বাঘারপাড়া থানার পুলিশ জানায়, শুক্রবার রাতে যৌথবাহিনী টহলের সময় জানতে পারে, ইমরানের শোয়ার ঘরে অস্ত্র আছে। তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে তার দয়ারামপুরের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। এসময় তার শোয়ার ঘর থেকে তিনটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, যুবলীগ নেতা ইমরান হোসেন দয়ারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের একজন কর্মচারীও।

বাঘারপাড়া থানার ওসি আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, অস্ত্র আইনে মামলা দিয়ে ইমরান হোসেনকে দুপুরেই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

রাতদিন সংবাদ/আর কে-০৯

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর