কেশবপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সোমবার রাতে আওয়ামী লীগ নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইনেকে কটাক্ষ করে মিছিল করা নিয়ে পৌর আওয়ামী লীগ নেতা আবুল কালাম দুঃখ প্রকাশ করেন।কেশবপুর প্রেসক্লাবের হলরুমে সংগঠনের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন, প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম টুকু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, নির্বাহী সদস্য নূরুল ইসলাম খান, সদস্য দিলীপ মোদক প্রমুখ। উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক, সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
রাতদিন সংবাদ







