যশোরে ডিমের বাজারে যৌথভাবে অভিযান পরিচালনা করছে যশোর জেলা প্রশাসন ও সেনাবাহিনী।
সোমবার (২১ অক্টোবর) যশোরের বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। জেলা প্রশাসক আজহারুল ইসলাম নিজে এই অভিযান পরিচালনা করেন।
এসময় তার সাথে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীনসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ সেনাবাহিনী কর্মকর্তারা।
শহরের যশোর চাচড়াঁ চেকপোস্ট মোড়ে শেখ হাসিনা সরকারের সাবেক এমপি শেখ আফিল উদ্দিনের ‘আফিল এগ্রো’। আফিল এগ্রোর এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। যশোর পৌরসভার সাবেক মেয়র জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর ‘চাদ এগস’।
এছাড়া শহরের বড়বাজার এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্য এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় একজনকে আটক করা হয়। খালদা রোড একাধিক স্থানে বিভিন্ন ডিমের আড়ৎ ও খুচরা এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদন্ডসহ, সিন্ডিকেটের সাথে জড়িতদের আটকও করা হয়েছে বলে প্রাথমিক তথ্য জানা গেছে।
রাতদিন সংবাদ/আর কে-১১







