Friday, December 5, 2025

বেনাপোল শফিক ইয়োগা সেন্টারের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোলে ফ্রি শরীর চর্চা কেন্দ্র  শফিক ইয়োগা সেন্টারের তৃতীয় বছরে পদার্পন উপলক্ষে র‌্যালী ও কেক কেটে দিবসটি পালন করা হয়েছে।
সোমবার সকালে বেনাপোল গাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কেক কেটে পরে র্যালিটি স্থলবন্দর সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষ পথ সভায় শফিক ইয়োগো সেন্টারে শরীর চর্চায় যারা সুস্থ্য জীবন ফিরে পেয়েছেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন।
জানা যায়,  ভারতসহ বিভিন্ন দেশে চিকিৎসা নিয়েও অসুস্থ্যতায় ভুগছিলেন এমন ২০ জন সদস্য নিয়ে ২০২১ সালে  পথ চলা শুরু শফিক ইয়োগা সেন্টার।  বর্তমানে এ সেন্টারে ২৫০ এর অধিক সদস্য যুক্ত হয়ে নিয়মিত শরীর চর্চা করছেন। এদের মধ্যে রয়েছেন শিক্ষক, চাকুরীজিবী, সাংবাদিক, ডাক্তার ও ব্যবসায়ী রয়েছেন।
আর কে-০৬
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর