Friday, December 5, 2025

মণিরামপুরে ৫শ অসহায় পরিবারের মাঝে বিএনপি নেতা অগ্নির চাউল বিতরণ

মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ মণিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নে রোববার ৫শতাধিক পানিবন্দি অসহয় মানুষের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইফতেখার সেলিম অগ্নি নিজস্ব অর্থয়নে হরিদাসকাটি ইউনিয়নে চান্দুয়া, কাটাখালি ও আঠরপাখিয়াসহ বিভিন্ন মোড়ে মোড়ে চাউল বিতরণ করেণ।

অনুষ্ঠানে তিনি বলেন, আমি আপনাদের ও এলাকার অবস্থা দেখার জন্য এসেছি। তাই আমার পক্ষ থেকে সামান্য কিছু নিয়ে এসেছি। ভবদহ সংস্কার করার জন্য যে আপনাদের ডাক দিবে তাদেরকে সাড়া দিবেন। তিনি আরো বলেন, আমি সামান্য কিছু দিলাম এলাকার বিত্তোবানদের এগিয়ে আসার অহবান জানান।

বিতরণকালে উপস্থিত ছিলেন ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুস্তম আলী, হরিদাসকাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, ভোজগাতি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহসিন হোসেন, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোভন হোসেন, সুকুর আলী, মতিয়ার বিশ্বাস প্রমুখ।

আর কে-০৯

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর