মঙ্গলবার বাঘারপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসভা অনুষ্ঠিত হয়। এদিন বিকালে বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ইসলামী আন্দোলন উপজেলার শাখার সভাপতি রুহানি কবি মাও: কণ্ঠ শিল্পী বিল্লাল হোসেনর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শায়েখ চমোনাই মুফতি ফয়জুল করিম। প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করিম বলেন, সকল রাজনৈতিক দল দেখেছি, সকলেই নিজেদের আখের গোছাতে ব্যস্ত সময় পার করেছেন কিস্তু জনগনের কথা ভাবেনি। ইসলামী দল ক্ষমতায় আসলে নারীদের ন্যায অধিকার ফিরিয়ে দেয়া হবে।
তিনি আরো বলেন,তাতিঁ জেলে ,কামার, কুমারসহ সকল জাতীকে তাদের ন্যায অধিকার ফিরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এসময় স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের সমালোচনা করেন। আর এদেশের মানুষ খুন,গুম, হত্যা, মায়ের বুক খালি,বোনের বিধবা,শিশুর কান্না আর দেখতে চাইনা। শান্তি পেতে হলে মুসলমানের দেশে ইসলামী হুকুমত কায়েম ও শান্তি পেতে হলে ইসলামী দল কে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।
এদিনের সমাবেশে ইসলামী আন্দোলন বাঘারপাড়া উপজেলা শাখার আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রূহানী কবি মাওলানা বেলাল হুসাইন। সেক্রেটারি প্রভাষক মাওলানা ফজলুল করিমের সঞ্চলনায় এ সমাবেশে আরো বক্তব্য রাখেন, আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা শোয়াইব হোসেন, যশোর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মিয়া মুহাম্মাদ আব্দুল হালিম, সাবেক সভাপতি মাওলানা অধ্যক্ষ নাজমুল হুদা, সংগঠনের জেলা শাখার নেতা মুহাদ্দিস গোলাম আযম খান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, জাতীয় ওলামা মাশায়েখ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ আবু তাহের। সমাবেশ শেষে একই মাঠে মুজাহিদ কমিটির আয়োজনে ওয়াজ মাহফিলে বয়ান পেশ করেন প্রধান অতিথি মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।বক্তারা দাবী করে বলেন আগামি নির্বাচনে যেন আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ না দেওয়া হয়।
-রাতদিন সংবাদ







