মঙ্গলবার বিকালে যশোরের বাঘারপাড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, ফ্যাসীবাদী সরকারের আমলে সকল প্রকার গুম, খুন, রাহাজানি, সন্ত্রাসী দখলবাজ হয়েছে। এমন কোন অন্যায় নেই যে হয়নি। বিগত সরকারের সময় মুসলমান তথা ইসলামী দলগুলো বৈষম্যের শিকার হয়েছে। বাংলাদেশ ৯২ পারসেন্ট মুসলমানের দেশ। সকলের সম অধিকার প্রতিষ্ঠা করতে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। আগামী নিবার্চনকে উদ্দেশ্য করে বলেন, সংখ্যানুপাতিক পিআর পদ্বতিতে জাতীয় সংসদ নিবার্চন দিতে হবে। ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
ইসলামী আন্দোলন বাঘারপাড়া উপজেলা শাখার আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন সংঘঠনের উপজেলা শাখার সভাপতি মাওলানা বেলাল হুসাইন।
সেক্রেটারি প্রভাষক মাওলানা ফজলুল করিমের সঞ্চলনায় এ সমাবেশে আরো বক্তব্য রাখেন, আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা শোয়াইব হোসেন, যশোর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মিয়া মুহাম্মাদ আব্দুল হালিম, সাবেক সভাপতি মাওলানা অধ্যক্ষ নাজমুল হুদা, সংগঠনের জেলা শাখার নেতা মুহাদ্দিস গোলাম আযম খান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, জাতীয় ওলামা মাশায়েখ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ আবু তাহের।
সমাবেশ শেষে একই মাঠে মুজাহিদ কমিটির আয়োজনে ওয়াজ মাহফিলে বয়ান পেশ করেন প্রধান অতিথি মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
আর কে-০৯







