Friday, December 5, 2025

মণিরামপুরে ৬ ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের হানা, ৩ প্রতিষ্ঠান সিলড

সোমবার দুপুরে যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীনের নেতৃত্বে মণিরামপুরের ছয়টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়েছে। অবৈধভাবে চিকিৎসা ব্যবসা অব্যাহত রাখায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হাসান। অন্য তিনটি প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন জানিয়েছেন, এমবিবিএস পাশ করা ডাক্তার এবং ডিপ্লোমাধারী নার্স না থাকায় মণিরামপুরে প্রগতি ডিজিটাল ডি-ল্যাব ও রিজু হাসপাতালের মালিক মোহাম্মদ আলী জিন্নাহকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। তাৎক্ষণিক তিনি জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। তাকে আটকও করা হয়। রাত ৮টার দিকে জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পান মোহাম্মদ আলী জিন্নাহ।সরকারি অনুমোদনহীন, বর্জ্য ব্যবস্থাপনা, চিকিৎসার কাজে ব্যবহৃত প্রয়োজনীয় যন্ত্রপাতি, নির্ভুল প্যাথলজিক্যাল রিপোর্ট প্রদান না করা, নির্ধারিত দামের সঙ্গে রোগীকে দেয়া ভাউচারের অমিল থাকায় জিনিয়া প্যাথলজিক্যাল ল্যাবরেটরির মালিক মনিরুজ্জামান জনিকে ৫০ হাজার টাকা, ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারের মালিক জাকির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মুন হসপিটালের লাইসেন্স নবায়ন না থাকা, মোহনপুর বটতলা এলাকার নিউ লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের লাইসেন্স না থাকা ও মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ল্যাব সাদ নামে প্রতিষ্ঠানে নানাবিধ ত্রুটি থাকায় বন্ধ করে দেয়া হয়েছে। অভিযানে অংশ নেন মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শুভ্রারানী দেবনাথ, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অনুপ বসু, সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান ও মণিরামপুর থানা পুলিশ।

মণিরামপুর প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর