ঝিকরগাছা প্রতিনিধি:যশোরের ঝিকরগাছা উপজেলার শ্রীরামপুর গ্রামে ছাগলের জন্য কাঁঠাল পাতা পাড়তে যেয়ে গাছ থেকে পড়ে সামিউল ইসলাম সামি (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের কামরুল ইসলামের ছেলে ও শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।মৃতের স্বজনরা জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সামি ছাগলের জন্য কাঠাল পাতা পাড়তে বাড়ির পাশে গাছে উঠে। এসময় সে অসাবধানতবশত গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন ডাক্তাররা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।







