Friday, December 5, 2025

যশোর ঝিকরগাছায় ইলিয়াস উদ্দীনকে জামাত, বাকশিস’র অভিনন্দন

যশোরের ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দীনকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি এবং ঝিকরগাছা মহিলা কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার কর্ম পরিষদ সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীনের নেতৃত্বে নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দীনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মত বিনিময় করেন। এ সময় তার সাথে ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক হারুনর রশিদ, ঝিকরগাছা পৌরসভা জামায়াতের আমির মশিউর রহমান,গদখালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম প্রমুখ।

সকালে ঝিকরগাছা মহিলা কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দীনকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। ফুল দিয়ে অভিনন্দন এবং শুভেচ্ছা জানানোর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এস এম আমিরুল ইসলাম, অধ্যাপক আব্দুল হাকিম, অধ্যাপক আমিনুর রহমান পিন্টু, অধ্যাপক তবিবুর রহমান, অধ্যাপক মিজানুর রহমান, প্রভাষক আবুল বাশার। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক জাহাঙ্গীর কবীর।

এরপর বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এসএম আমিরুল ইসলাম এবং সহ-সভাপতি এম কবীর নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দীনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

গত সোমবার ৭ অক্টোবর মহিলা কলেজের অধ্যক্ষ অবসরে গেলে উপাধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দীনকে ভার প্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব অর্পণ করেন কলেজের সভাপতি এবং ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার।

-রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর