মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মণিরামপুর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে মণিরামপুর উপজেলা কমিটি গঠনে এক প্রস্তুতি সভায় প্রভাতী বিদ্যাপীঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি, এম মাকসুদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত শিক্ষকগণের সর্বসম্মতিক্রমে মেয়াদোত্তীর্ণ কার্যকরি কমিটি ভেঙ্গে দিয়ে ৪১ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটি গঠিত হয়।
এতে জি,এম মাকসুদুর রহমান সভাপতি ও জয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক সাধারন সম্পাদক নির্বাচিত হয়।
এছাড়া শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান কার্যকরী সভাপতি, উত্তর বাঁলিধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুল বাশারকে কার্যকরী সাধারণ সম্পাদক, ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির এবং মদনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম রেজাকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়।
আর কে-০৮







