শ্যামল দত্ত(যশোর)চৌগাছা প্রতিনিধি:যশোরের চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর গ্রামের সেচ প্রকল্পের চাষীরা বিএডিসির মোটর সংযোগ বন্ধ এবং ন্যায় বিচারের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে ও পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ জমা দিয়েছে।অভিযোগে বলা হয়,নিয়মনীতি উপেক্ষা করে ‘বিএডিসি’এর নতুন সেচ প্রকল্প বাস্তবায়ন করছে।
যশোরের চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর গ্রামের ‘গোলাবাড়ীর’ মাঠটি ঐতিহ্যবাহী বেড়গোবিন্দপুর বাওড়ের তীর ঘেঁষে অবস্থিত। মাঠের সেচ চাষীদের অভিযোগের ভিত্তিতে জানা যায়, গ্রামের মৃত
কুদরত আলী বিশ্বাসের ছেলে ফসিয়ার রহমান,মহব্বত আলীর ছেলে চাঁন মিয়া , মৃত অমেদ আলীর ছেলে শমশের আলী এবং মৃত আরব আলীর ছেলে আব্দুল আলিম ২০২০ সাল থেকে , দীর্ঘ ২০ বছর ধরে বেড়গোবিন্দপুর মৌজায় ‘গোলাবাড়ী’ মাঠে বিএডিসির কাছ থেকে অনুমোদন নিয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কাছ থেকে বৈধভাবে বৈদ্যুতিক সংযোগ গ্রহণ করে (যার বিদ্যুৎ বিলের হিসাব নং যথাক্রমে – ৬১৪-১৭০০, ৬১৪-১৮৫০, ৬১৪-১০৫০ এনং ৪৮৭-২৩৬০) ৪ টি ০৫ (পাঁচ) কেভি মোটরের মাধ্যমে বাওড়ের পানির সাহায্যে মাঠের ৬০ বিঘা জমিতে নিজেরা এবং অন্যান্য চাষীদের জমিতে সেচের মাধ্যমে চাষাবাদ করে । সেচকার্যই তাদের জীবন জীবিকার একমাত্র ধারক ও বাহক। সেচ প্রকল্পের টাকাই তারা স্ত্রী সন্তান নিয়ে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করে।
সম্প্রতি ওই গ্রামের সাবেক মেম্বার মানিকের তত্বাবধানে ‘বিএডিসি’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাজেটকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সকল নিয়মনীতিকে উপেক্ষা করে নতুন মোটরের অনুমোদন করা হয়েছে। এবং ইতিমধ্যে সেচ কার্যের জন্য সকল কার্যক্রম শেষ করেছে। সরকারী ঘোষিত বাজেট অনুযায়ী সেচ কার্যে ব্যবহৃত একটি মোটর থেকে অপর মোটরের দূরত্ব হতে হবে কমপক্ষে ৮২০ ফুট কিন্তু ‘বিএডিসি’ এলএলবি দ্বারা একবারেই ৪ টি মোটরের নিকটে পানি তোলার ব্যবস্থা করেছেন।যার দূরত্ব এক একটি মোটর থেকে সর্বোচ্চ ৪০ থেকে ৫০ ফুট। যা সরকারী নিয়মনীতির ঘোর বিরোধী। বিষয়টির সরজমিনে তদন্তে গেলে তার সত্যতা মেলে। এ ব্যাপারে সাবেক মেম্বর মো: মানিকের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। এলাকার গরীব কৃষক এবং ক্ষুদ্র সেচ প্রকল্পের গরীব অসহায় কৃষকদের রুটি রুজির পথ যেন বন্ধ না হয় এবং সরকারী নিয়মনীতি উপেক্ষা করে ‘বিএডিসি’ যাতে মাঠে নূতন করে কোন সংযোগ দিতে না পারে গ্রামবাসী এবং এলাকার সুশীল সমাজ যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।







