Friday, December 5, 2025

মণিরামপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের সংবর্ধনা

মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ মণিরামপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে দলীয় কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর জেলা কর্ম পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি এ্যাড. গাজী এনামুল হক।

তিনি বলেন, অনেক শাসন-শোষণ আর নিপীড়নের শিকার জামায়াতে ইসলামী ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে। আমরা সব প্রতিকুলতা পেরিয়ে সামনে এগিয়ে যেতে চাই। এজন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি। আমরা চাই আইন ও নিয়ম নীতির মাধ্যমে দেশ চলুক। কেউ পেশি শক্তি ব্যবহারের চেষ্টা করলে এবং কোন জনসাধারণকে হয়রানি, জুলুম নির্যাতন করলে আমরা তার কঠিন জবাব দেব। মণিরামপুরে সুষ্ঠু রাজনৈতিক চর্চা তৈরির জন্য আমরা বদ্ধ পরিকর। সুন্দর ও আগামীর মণিরামপুর গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।

জামায়াত উপজেলা কর্ম পরিষদের সদস্য আহসান হাবিব লিটনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা কর্ম পরিষদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফজলুল হক, মণিরামপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এস এম মজনুর রহমান ও সম্পাদক মোতাহার হোসেন।

এসময় প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আর কে-১৩

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর