সৈয়দ রিপন,অভয়নগর (যশোর) প্রতিনিধি:বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের অভয়নগর উপজেলা কমিটির পরিচিতি সভা সোমবার বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউট চর্ত্তরে অনুষ্ঠিত হয়েছে।
অভয়নগর উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি মো আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোরর জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুজ্জামান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা কমিটির সহ-সভাপতি মাষ্টার ওলিয়ার রহমান, আনন্দ ধর, জামাল আকুঞ্জি। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রজন্মলীগের নেতা বাপ্পি, সুজন, সাহেব সানা, সাব্বির আহম্মেদ, আজিম হোসেন, ওয়াজেদ আলী, সভা পরিচালনা করেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান কচি। উল্লেখ্য গত ১লা ডিসেম্বর ২০২০ যশোর জেলা মুক্তিযুদ্ধা প্রজন্মলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত অভয়নগর উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের ৬১ সদস্য বিষিষ্ট কমিটির অনুমোদন দেন। পরিচিতি সভা শেষে উপজেলা কমিটির নেতৃবৃন্দ নওয়াপাড়া মডেল স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মুরালে ফুলেল শ্রদ্ধ নিবেদ করেন।







