Friday, December 5, 2025

মণিরামপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বুধবার বেলা ১১টায় মণিরামপুর উপজেলা পরিষদ হল রুমে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না সভাপতিত্ব করেন।

তিনি বলেন, দেশে সংখ্যালঘূ বলতে কিছুই নেই। সকল ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় অনুষ্ঠান/উৎসব পালন করার সম অধিকার রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের যে সুফল আমরা পেয়েছি আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে যদি সম্পন্ন হয় তবেই সেটা সার্থক হবে।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিয়াজ মখদুম, সেনা বাহিনীর ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন সাজিদ, থানার ওসি এবিএম মেহেদী মাসুদ, বীরমুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সহযোগী অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, দৈনিক প্রতিদিনের কন্ঠ পত্রিকার সম্পাদক শাহিনুর রহমান পান্না, মণিরামপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান নিস্তার ফারুক, ভোজগাতী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মনোহরপুর ইউপি চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু, খানপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, চালুয়াহাটী ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ সরদার, ঢাকুরিয়া ইউপি চেয়ারম্যান আয়ুব গাজী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলসি বসু ও সাধারন সম্পাদক তরুন কান্তি শীল।

উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাগন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সুধীজনেরা।

আর কে-০৭

 

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর