Friday, December 5, 2025

যশোরে এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক কর্তৃক বাস্তবায়িত “বাংলাদেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের খরা ও আর্সেনিক প্রকল্প”অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত

এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক (এএএন) কর্তৃক বাস্তবায়িত “বাংলাদেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের খরা ও আর্সেনিক প্রবণ এলাকায় পানি সাশ্রয়ী

(এ্ডব্লিউডি) প্রযুক্তির সম্প্রসারণ প্রকল্প” অবহিতকরন কর্মশালা বৃহস্পতিবার সকালে (১২ সেপ্টেম্বর উপ-পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ

অধিদপ্তর, যশোর এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চল

এর অতিরিক্ত পরিচালক দীপক কুমার রায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাপানের সেকেন্ড সেক্রেটারি, এম্বাসি অব ‌দায়েচি ইয়োসাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের নির্বাহী পরিচালক এম, শফিকুল ইসলাম। কর্মশালায় যশোর,

চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যাযের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউট এর মূখ্য

বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনিস্টিটিউট, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর নির্বাহী প্রকৌশলী,এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের

বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া এএএন জাপান থেকে অনলাইনে যুক্ত ছিলেন

প্রফেসর ইয়োকোতা হিরোশি এবং তামিকো ইশিয়ামা।

সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। টেকনিক্যাল সেশনে এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের কার্যক্রম বিষয়ে উপস্থাপন করেন তামিকো

ইশিয়ামা। এরপর ভূ-গর্ভঃস্থ পানিতে আর্সনিক দূষণ বিষয়ক গবেষণা ফলাফল উপস্থাপন করেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের কনসালটেন্ট

শামীম উদ্দিন। অত:পর টেকসই কৃষি প্রযুক্তি-২ (স্যাপ-২) বিষয়ে উপস্থাপনা করেন প্রফেসর ড: আবিয়ার রহমান। সবশেষে “বাংলাদেশের দক্ষিনপশ্চিমাঞ্চলের খরা ও আর্সেনিক প্রবণ এলাকায় পানি সাশ্রয়ী (এ্ডব্লিউডি) প্রযুক্তির সম্প্রসারণ প্রকল্প” কার্যক্রম বিষয়ে উপস্থাপন করেন প্রকল্পের

এরিয়া ম্যানেজার কৃষিবিদ মোঃ মাহবুবুল আলম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলে মতামত ও পরামর্শ প্রদান করেন। প্রকল্পের সফলতার জন্য সার্বিক সহযোগিতার আশ^াস দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের আঞ্চলিক ব্যবস্থাপক রেজাউল করিম।

-রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর