চৌগাছা (যশোর) প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেসক্লাবের নব নির্বাচতি সাংবাদিক নেতৃবৃন্দের শপথ গ্রহন সমপন্ন হয়েছে। শনিবার দুপুরে পৌরসভার সামনে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। শপথ গ্রহন পূর্ব সাংবাদিক নেতৃবৃন্দ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাক বাহিনীর হাতে নির্মম হত্যার শিকার লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ১ মিনিট নিরবতা পালন করেন। এরপর শপথের মূল কার্যক্রম শুরু হয়।
ক্লাবের নব নির্বাচিতদের দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন চৌগাছা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রেসক্লাবের উপদেষ্টা জাহিদুর রহমান বকুল। এ সময় আলোচনা করেন চৌগাছা পৌরসভার নির্বাচিত কাউন্সিলর সিদ্দিকুর রহমান সিদ্দিক, সলুয়া আদর্শ কলেজের সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু প্রমুখ।আলোচনা সভা শেষে নব নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান চৌগাছা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান বকুল। প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি আলমগীর মতিন চৌধুরী, সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বলসহ কার্য নির্বাহী কমিটির ১০ সদস্য শপথ গ্রহন করেন। বাকি তিন সদস্য চৌগাছার বাইরে অবস্থান করায় শপথ নিতে পারেনি বলে জানান ক্লাব কর্তৃপক্ষ। তাদের সুবিধামত সময়ে শপথ পাঠ করাবেন ক্লাবের নব নির্বাচিত সভাপতি আলমগীর মতিন চৌধুরী।এদিকে খুলনার কয়রায় সন্ত্রাসী হামলায় ৩ সাংবাদিক গুরুতর আহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যশোরের চৌগাছা প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃতৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় অপরাধীদের শাস্তি না হওয়ায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। কয়রার ঘটনায় স্থানীয় সন্ত্রাসী জাহাঙ্গীর ও তার বাহিনীর সকল সদস্যকে অবিলম্বে আটক করুন এবং শাস্তি নিশ্চিত করুন। অন্যথায় স্বাধীনতার প্রবেশদ্বার হিসেবে খ্যাত যশোরের চৌগাছা থেকে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।বিবৃতিদাতারা হলেন, প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি আলমগীর মতিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সহ সভাপতি শেখ ওয়ালিউর রহমান, সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি বাবলুর রহমান, সিনিয়র সহ সভাপতি এম হাসান মাহমুদ, সহ সভাপতি খলিলুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু, সাংবাদিক এম শাহিন, রিয়াজুল ইসলাম, কবিরুল ইসলাম, শামীম রেজা, টিপু সুলতান, সুজন দেওয়ান, শিপলু খান প্রমুখ।







