যশোরের চৌগাছা সীমান্ত থেকে বিজিবি সদস্যরা প্রায় সাত কেজি ওজনের ৬০টি সোনার বার উদ্ধার করেছেন; যার দাম প্রায় পৌনে পাঁচ কোটি টাকা। বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে বেনাপোল কোম্পানির অধীন চৌগাছার শাহজাদপুর বিওপির একটি টিম সীমান্ত এলাকায় টহলে ছিল। ওই সময় শাহজাদপুর-কাশিপুর সীমান্তের মধ্যবর্তী স্থান থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করে নায়েক (সিগন্যাল) নূর আলমের নেতৃত্বাধীন টহল দল।৪১ বিজিবি ও পুলিশের গোয়েন্দা সূত্র মতে, উদ্ধার হওয়া ৬০ পিস সোনার বারের ওজন সাত কেজি। যার বাজারদর প্রায় পৌনে পাঁচ কোটি টাকা।এ বিষয়ে বিজিবি ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড মেজর নজরুল সোনা উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বিজিবি সূত্র বলছে, শনিবার বেলা ১১টার দিকে প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হতে পারে।
বিশেষ প্রতিনিধি







