Friday, December 5, 2025

কেশবপুরে ইজিবাইক চালক সোহাগ হত্যার মূল অভিযুক্ত আটক,ইজিবাইক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক- যশোরের কেশবপুর উপজেলায় ইজিবাইক চালক সোহাগ হোসেন বায়োজিদকে হত্যার ঘটনায় অভিযুক্ত মনিরুল ইসলাম শেখকে আটক করেছে ডিবি পুলিশ। সে কেশবপুরের হাসানপুর দক্ষিণপাড়ার হাবিবুর শেখের ছেলে।

ডিবি পুলিশের একটি টিম সাতক্ষীরা জেলার শিকড়ি গ্রামে অভিযান চালিয়ে বুধবার রাতে তাকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ছিনতাইকৃত ইজিবাইক ও মোবাইল ফোন। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান যশোরের পুলিশ সুপার জিয়া উদ্দিন আহম্মেদ। সংবাদ সম্মেলনে ভিকটিম কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামের ইজিবাইক চালক সোহাগের বাবা হায়দার আলী উপস্থিত ছিলেন।

হায়দার আলী বলেন, গত ৫ আগস্ট ভোরে সোহাগ ইজিবাইক নিয়ে বের হয়। পরে জানতে পারেন মনিরুল তাকে ছাগল আনার কথা বলে নিয়ে যান। এরপর সে আর ফিরে আসেনি। পরে উপজেলার কাবিলপুর গ্রাম থেকে গলাকাটা অবস্থায় সোহাগের লাশ উদ্ধার হয়। দেশের চলমান পেক্ষপটে সে সময় তিনি কারও কাছ থেকেই আইনী সহযোগিতা পাননি। নতুন পুলিশ সুপার হিসেবে জিয়া উদ্দিন আহম্মেদের যোগদানের খবর পেয়ে তিনি তার কাছে আসেন। এসপি তাকে তিনদিনের মধ্যে হত্যাকারীকে আটকের আশ্বাস দেন।

পুলিশ সুপার জিয়া উদ্দিন আহমেদ জানান, তিনি নতুন এসেছেন। যোগদানের পরই ২ সেপ্টেম্বর হায়দার তাকে বিষয়টি জানান। এরপর তিনি অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইনকে দায়িত্ব দেন। এরই ধারাবাহিকতায় ডিবির টিম মনিরুলকে আটক করে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপারের কার্যালয়ে সোহাগের বাবার সাথে মা, স্ত্রী ও শিশু সন্তানও উপস্থিত ছিলেন। তারা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

রাতদিন সংবাদ,জয়-

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর