Friday, December 5, 2025

সৌর বিদ্যুৎ দিয়ে কৃষি সেচ প্রকল্প বাস্তবায়নে কেশবপুরে সভা

কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প বাস্তবায়নের জন্য কৃষকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কেশবপুর প্রেসক্লাবের কনফারেন্সরুমে  এ সভা অনুষ্ঠিত হয়। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার অরুণ কুমার কুন্ডুর সভাপতিত্বে ও এজিএম এমএস মোহাম্মদ ইয়াহইয়া সিদ্দিকী সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নবায়নযোগ্য
জ্বালানি পরিদপ্তরের পরিচালক আকরাম হোসেন মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর পল্লী
বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুরের পরিচালক সাংবাদিক মোতাহার হোসাইন, কেশবপুর জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ আব্দুল লতীফ, সহকারি প্রকৌশলী ওয়াজেদ ওয়াসিফ ও কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন ভোগতীনরেন্দ্রপুর এলাকার কৃষক আব্দুল মঈন মোড়ল, হাসানপুর গ্রামের সিদ্দিকুর রহমান, মজিদপুরের আব্দুল গণি, আলতাপোলের কিশোর কুমার সরকার প্রমুখ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর