Friday, December 5, 2025

অভয়নগরে ডক্টরস ক্লিনিকের জবরদখলে নেওয়া সম্পত্তি ১৪ বছর পর ফিরে পেল প্রকৃত মালিক

 বিশেষ প্রতিনিধি- যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ডক্টর ক্লিনিকের মালিক স্বাস্থ্য বিভাগের উপরিচালক ডাক্তার আ: গফফার এর জবরদখলে থাকা জমি উদ্ধার করলো প্রকৃত মালিক। শনিবার  ভুক্তভোগীরা কয়েকজন মিলে তাদের জমি দখলে নেয়। ওই জমির মালিক উপজেলার কোটা গ্রামের মো. মোমিন উদ্দিন সরদার ও তার ভাই মো. সোহারাব হোসেন সরদার। জমির মালিক সোহরাব হোসেন (মাস্টার) জানান, ১৯৭৩ সালে মো. বশির শেখ এর নিকট থেকে সাবেক দাগ নং- ৮২, ও বর্তমান ০৬ নং দাগের১৬ মতক জমি ক্রয করে বোগ দখল করে আসছিলাম। পরবর্তীতে ডাক্তার আ: গফফার  তার ডক্টরস্ ক্লিনিক করারসময় বিল্ডিংয়ের প্রয়োজনে ২০০৪ সালে আমাদের নিকট (দশমিক) .৮৮, শতক জমি তার স্ত্রীর নামে  ক্রম করে। বাকি ১৫.২২ শতক জমি আমরা ভোগ দখল করা কালিন গত ২০১০ সালের অক্টোবর মাসের এক রাতে ডা. আব্দুল গফ্ফার  আ.লীগের প্রভাবে সন্ত্রাসী বাহিনী নিয়ে জবরদখল করে। তখন ওই জমির ওপর একটি প্রাইভেট স্কুল, দুইটি বসতবাড়ি, চারটি দোকান ও একটি বস্তার ফ্যাক্টারি ছিলো। সন্ত্রাসীরা সে দিন ওই জমির উপর থাকা সকল স্থাপনা গুড়িয়ে দিয়ে মালামাল লুট করে নিয়ে যায়। গত কয়েক দিন আগে তারা স্থানীয় প্রশানকে তাদের জমির দলিল পর্চা দেখিয়ে দখল ফেরত পওযঅর জন্য সাহায্য প্রার্থনা করেন। তিনি জানান স্থানীয় প্রশাসন তাদের জমি দখল ফেরৎ পাওয়ার আশ্বাস দেন। পওে তারা নিজেরা দখলে নিয়েছেন। সরেজমিনে দেখা যায় সোহরাব হোসেনদেও জমি দখলে দেওয়ার কারনে ডক্টরস ক্লিনিকের লিফট রুম, প্যথলজি সেন্টার ও গাড়ি পার্কিং স্থান আটকা পড়েছে। এ ব্যপাওে জানতে চাইলে ডা. শেখ আব্দুল গফ্ফার বলেন, আমি বৈধ ভাবে স্থানীয় এক নেতার কাছ থেকে  ৫ শতাংশ জমি ক্রয় করে স্থাপনা করেছিলাম। এছাড়া স্থানীয় শংকরপাশা গ্রামের আওয়ামীলীগ পরিবারের সন্তান নাসির ফারাজি ৭ শতাংশ জমি কওে স্থাপনা করেছিলো সেটাও সোহরাব হোসেনরা দখল কওে নিয়েছে।

রাতদিন সংবাদ/এস বি-৩৭

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর