Friday, December 5, 2025

বাঘারপাড়ায় মাইকিং করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ

বাঘারপাড়া অফিস: বাঘারপাড়ায় মাইকিং করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। সংঘর্ষের দুই পক্ষই বিএনপি সমর্থীত বলে জানা গেছে।
আহতদের বাঘারপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে উভয় পক্ষকে নিবৃত করেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের পুনিয়ার বটতলা বাজারে এ ঘটনা ঘটে। পুনিহার ও শ্রীরামপুর গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুইগ্রামের লোকজন পুনিয়ার বটতলায় জড় হয়ে সংঘর্ষে জড়ায় । ঘটনার প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানান, পুনিহার গ্রামের শরিফুলের সাথে শ্রীরামপুর গ্রামের হাবিবুরের দীর্ঘদিনের বিরোধ চলছিলো। এ ঘটনার জেরে বুধবার সকালে (২৭ আগষ্ট) পুনিহার গ্রামের শরিফুল ও তার ভাইয়েরা মিলে হাবিবুরের উপর হামলা করে। একই দিন শ্রীরামপুর গ্রামের কবিরের নেতৃত্বে শরিফুলের ভাই হাতেমকে মারপিট করে।

এ ঘটনার জেরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে দুই গ্রামের মসজিদ থেকে মাইকিং করে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আহত হন, শ্রীরামপুর গ্রামের কেরামত মোল্লা (৫৫), মাজেদ (৭০), রুবেল (৪০), লুৎফর রহমান (৭০), হাফিজুর রহমান (৪৪), ফসিয়ার রহমান (৪০), রানা (২৬), হুমায়ুন কবির (৩৫), আনিচুর রহমান (৪০) ও রমজান আলী (২০)। পুনিহার গ্রামের সিদ্দিক (৫৫) ও হাতেম আলি (৫৬)।
বাঘারপাড়া থানার ওসি রোকিবুজ্জামান জানান,‘ সংঘর্ষের সংবাদ জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় কোনো পক্ষই মামলা করেনি। স্থানীয় ভাবে বিষয়টি মিমাংশার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক শামছুর রহমান জানান,‘ আজ শুক্রবার বিকেলে দুই গ্রামের ১০ জন করে ও বিএনপির নেতৃবৃন্দ বসে বিষয়টা মিমাংশা করবে।

রাতদিন সংবাদ,জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর