Friday, December 5, 2025

বসুন্দিয়ায় ছাত্র সমাজের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:-যশোর সদরের বসুন্দিয়া মোড় বাস স্ট্যান্ড চত্বরে (২৪ আগস্ট) শনিবার বিকাল ৪ টায় বসুন্দিয়া ছাত্র সমাজের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে সমগ্র দেশে ছাত্র জনতা সক্রিয় ভূমিকা পালন করছে। তারই ধারাবাহিকতায় বসুন্দিয়ার ছাত্র সমাজ কতৃক বসুন্দিয়া মোড় বাস স্ট্যান্ড চত্বরে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বসুন্দিয়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি ওয়ালিদ হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর যশোর শহর শাখার আমির মোঃ গোলাম রসূল, জামায়াতে ইসলামী যশোর জেলার সাবেক ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল আজিজ, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর খান। ছাত্রনেতা রায়হান পারভেজ এর সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন,জহিরুল ইসলাম, সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবির বসুন্ধ ইউনিয়ন,ইকলাস হোসেন, অফিস সম্পাদক,উবাইদুল ইসলাম, এইচ আরডি সম্পাদক,নয়ন হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়,আব্দুলাহ আল মামুন, ৬নং সভাপতি,গালিব হাসান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক,তাইজুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক, বসুন্দিয়া ইউনিয়ন প্রমুখ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর