বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ পাটকল কর্পোরেশনের খুলনা-যশোর অঞ্চলের বিভিন্ন বন্ধ প্রতিষ্ঠানের শ্রমীকেরা খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের বন্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মঙ্গলবার দুপুর আড়াইটায় খুলনা জেলা প্রশাসকের অফিসে কক্ষে উপস্থিত হয়ে শ্রমীকেরা জেলা প্রশাসকের হাতে এই স্মারকলিপি তুলেদেন।
স্মারকলিপিতে শ্রমীকরা যে সকল দাবি তুলে ধরেন, শেখ হাসিনার সরকার থাকা কালিন সময় যে সকল পাটকলে লীজপ্রথা চালু করা হয় তা বতিল করতে হবে। আবারো পাটকল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় প্ররিচালানা করা সহ পাটকল ধ্বংসকারীদের আইনের আওতায় আনতে হবে। খালিশপুর ও দৌলতপুর জুট মিলসহ পাঁচটি মিলের ২০১৫ সালের সরকার ঘোষিত মঞ্জুরি কমিশনের বর্ধিত টাকা পরিশোধ করতে হবে। মিল অভ্যন্তর থেকে উচ্ছেদকৃত শ্রমীকদের পূনরায় বসবাসের ব্যবস্থা করতে হবে। বিভিন্ন আদালতের রায়ের বিরুদ্ধে মিলকর্তৃক দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে। পরবর্তীতে কোন আদালতের রায়ের বিরুদ্ধে নতুন করে মামলা করে শ্রমীকদের আর হয়রানি কার চলবেনা।
স্মারকলিপিতে যে সকল শ্রমীকরা স্বাক্ষর করেন, সমশের আলী জেজেআই জুট মিল, অলিয়ার রহমান ইস্টান জুট, শামসুজ্জোহা ডিয়ার ক্রিসেন্ট জুট, শহিদুল ইসলাম প্লাটিনাম, জামান কার্পেটিং জুট, আ: করিম আলিম জুট, মোফাজ্জেল দৌলতপুর,সামন, নাসিম জেজেআই জুট মিল, মেহেদী হাসান বেল্লাল ইস্টান জুট, খাইরুল স্টার জুট, মনির হোসেন খালিশপুর, নুরুল ইসলাম প্লাপিনাম জুট মিল শ্রমীক।
আর কে-০৬







