Friday, December 5, 2025

কেশবপুরে খালেদা জিয়ার ৮০তম জন্মদিন, শহীদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

কেশবপুর প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৮০তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬আগস্ট উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি আব্দস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুজ্জামান মাসুদ, রেজাউল ইসলাম ও হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুুরীসহ উপজেলা, পৌর ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা হুসাইন বিল্লাল।

রাতদিন সংবাদ/জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর