নিজস্ব প্রতিবেদক- যশোরে আব্দুল মান্নান (৬৫) নামে এক ভ্যান চালক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে শহরতলীর চাঁচড়া মধ্যপাড়া মসজিদের পাশে পাকা রাস্তার ওপর এ দূর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান চাচড়াঁ মধ্যেপাড়া এলাকার বাসিন্দা।নিহতের স্বজন আবুল হাসান জানান, শুক্রবার সকালে আব্দুল মান্নান জীবিকার তাগিদে ভ্যান নিয়ে শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। প্রতিমধ্যে বাড়ি থেকে কয়েকগজ দুরে মসজিদের সামনে পাকা রাস্তায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস তার চলন্ত ভ্যানে ধাক্কা দেয়। এসময় ভ্যানচালক আব্দুল মান্নান পড়ে গিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম আঘাতপ্রাপ্ত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাকিরুল আলম পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
রাতদিন সংবাদ/জয়-







