Friday, December 5, 2025

বাঘারপাড়ায় বিএনপি’র অবস্থান কর্মসূচি পালিত

বাঘারপাড়া অফিস।। ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গনহত্যাকারী খূনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে,যশোরের বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে, বুধবার ১৪ আগষ্ট সকাল ১০টা থেকে সন্ধা ০৬ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে নিহতদের স্বরণে আলোচনা দোয়া মাহফিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সকালের অনুষ্ঠানে পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাই মণা বিশ্বাসরে সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক শামছুর রহমান, বিশেষ অতিথি উপজেলা সাবেক চেয়াম্যান মশিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দীকী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিচুর রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খন্দকার, হাবিবুর রহমান,গোলাম মোস্তফা সিকদার প্রমুখ।

বিকালে যুবদলের আয়োজনে শেখ হাসিনার বিচারের দাবীতে পৌর যুবদলের আহবায়ক হিরু আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব দলের আহবায় এখলাস হোসেন, বিশেষ অতিথি ছিলেন পৌর যুবদলের সাবেক আহবায়ক মো: সেলিম রেজা, আবু হুরাইরা আশা, প্রধান বক্তা বিল্লাল হোসেন, শাহিন রেজা, স্বেচ্ছা সেবক দলের বিল্লাল হোসেন, জাকির হোসেন সুদ, লাভলুর রহমান, মেফতা উদ্দীন সিকদার, লিটন হোসেন, তুহিন হোসেন, আব্দুর রহিম প্রমুখ। উপজেলা ছাত্রদলের সভাপতি নাফিস ইকবল ঈসা, পারভেজ হোসেন, তারেক হোসেন, নাঈম হোসেন প্রমুখ।

এসময় এ অবস্থান কর্মসূচি ও সম্প্রীতি সভা আগামী দুইদিন অনুষ্ঠিত হবে বলেও ঘোষনা করেন উপজেলা ও পৌর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র আব্দুল হাই মণা বিশ্বাস ।

রাতদিন সংবাদ,জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর