বিশেষ প্রতিনিধি- অভয়নগর উপজেলা প্রশাসনের নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথর বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া খানম প্রমুখ। সভাটি পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আমিনুর রহমান। আলোচনা মঞ্চে উপজেলার বিভিন্ন পর্যায়ের মাছ চাষে শ্রেষ্ঠত্ব অর্জণ করায় উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাক মো: শফি কামাল, শেখর চন্দ্র বর্মণ ও মুক্তা চাষে আব্দুর রহমানকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যলি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।
রাতদিন সংবাদ,জয়-







