বিশেষ প্রতিনিধি– অভয়নগর উপজেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীরের ছেলে শাহ আবিদ কামরান(২৪) সন্ত্রীদের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন।
বুধবার রাত ৮টার কিছু পারে নওয়াপাড়া স্টেশন বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে কামরান মটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি নওয়াপাড়া পীর বাড়িতে ফিরছিলেন। সে রেল স্টেশন এলাকায় পৌছালে এক দল সন্ত্রাসী তার ওপর হামলা করে। তাকে উপযুপরি ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা কামরান কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবন্নতি হলে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তর করা হয়। অভয়নগর থানার অফিসার ইনচার্য এস এম আকিকুল ইসলাম ঘটানা সত্যতা স্বীকার করে বলেন, কামরানের অবস্থা আশংকা জনক। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।
রাতদিন ডেস্ক/জয়-







