Friday, December 5, 2025

যশোরে বিদেশী পিস্তল গুলি ও চাকুসহ একজন গ্রেফতার

যশোরে ডিবি পুলিশের অভিযানে ১ টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি এবং ২ টি বার্মিজ চাকু সহ এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ১১ টার দিকে যশোর সদর উপজেলার শেখহাটি আদর্শপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক ফয়সাল আহম্মেদ ওই এলাকার রেজাউল ইসলামের ছেলে।

যশোর জেলা (ডিবি) পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, ডিবি যশোরের এসআই বিপ্লব সরকার, এসআই মোঃ শাহিনুর রহমান, এএসআই মোঃ আমিরুল ইসলামের সমন্বয়ে একটা টিম খবর পেয়ে ওই গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ অস্ত্র তারা কোথায় পেয়েছে এবং তাদের সাথে অন্য কারা জড়িত রয়েছে সে বিষয়ে খোজ খবর নেয়া হচ্ছে। এ ঘটনায় এসআই বিপ্লব সরকার বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় মামলা করেছেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর