দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আটক হাবিবুর রহমানের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। হাবিবুর রহমান শহরের শংকরপুর বটতলা এলাকার বাসিন্দা।
দুই শিশুর মধ্যে এক শিশুর মা মামলাটি করেছেন।
তিনি এজাহারে উল্লেখ করেছেন, তিনি বাসা বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। একটা সময় তিনি আসামি হাবিবের বাড়িতে ভাড়া থাকতেন এবং কাজ করতেন। বর্তমানে তিনি চাঁচড়া ডালমিল এলাকায় ভাড়া থাকলেও শংবকরপুর এলাকার বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে থাকেন।
গত শনিবার দুপুর একটার দিকে শংকরপুর এলাকার টুটুলের দোকানের সামনে তার মেয়ে (১১) ও মেয়ের বান্ধবী (১১) দাড়িয়ে ছিলো। তাদের খাবার খাওয়ানোর প্রলোভন দেখান হাবিব। তাদের আইসক্রিম কিনে দিয়ে তার বাড়িতে নিয়ে যায়।
পরে তার রুমে নিয়ে গিয়ে তার মেয়েকে জাপটে ধরে। সে সময় চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হাবিব দ্রæত দোতলায় উঠে যান।
পরে এলাকার লোকজন এগিয়ে এসে হাবিবকে আটক করে পুলিশে সোপর্দ করে। শনিবার রাতে এই ঘটনায় মামলা হওয়ার পর রোববার হাবিবুরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আর আই-১৪







