Friday, December 5, 2025

কেশবপুরে চোর চক্রের ৩ সদস্য আটক

কেশবপুর প্রতিনিধি: কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মোবাইল চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে। থানা সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার মূলগ্রামের আব্দুল আজিজ হালদারের ছেলে আল মামুনের মোবাইল ফোন চুরির ঘটনা উল্লেখ করে ২৮নভেম্বর থানায় একটি চুরির মামলা দায়ের করেন। ওই রাতেই কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দিনের নির্দেশে উপ-পরিদর্শক আজিজুর রহমান ও মাহাফুজ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সাতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মোবাইল চোর চক্রের সদস্য সাতবাড়িয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে আকতার হোসেনকে (২৮) আটক করে। ওই সময় চোরাইকৃত ১টি ঝঅগঝটঘএ মোবাইল উদ্ধার হয় । তার স্বীকারোক্তিতে চাঁদড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের চোর চক্রের সদস্য মহিদুল হককে (৪২) আটক করে ওই সময় তার কাছ থেকে ১টি জঊউগও ৬অ মোবাইল ফোন ও সাতবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য মুজিবর রহমানকে (৪০) আটক করে ওই সময় তার কাছ থেকে ঝঅগঝটঘএ ঔ২ এবং গও ৪১ দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দিন সাংবাদিদের বলেন, থানার মোবাইল চুরি মামলা হওয়ার পর আধুনিক প্রযুক্তির ব্যবহার করে মোবাইল চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করা হয় এবং চোরাইকৃত ৪টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের ২৯নভেম্বর আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর