যশোর ও যশোরের আশপাশের অঞ্চলে দুপুর থেকে বৃষ্টিপাত হচ্ছে। আজ সোমবার দুপুরেরপর থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী ২-৩ দিন এমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা কমবে। তিনদিনের শেষের দিকে আবহাওয়া উন্নতি হতে পারে।
এদিকে, বৃষ্টির কারণে সাধারণ খেটে খাওয়া মানুষ দুর্ভোগে পড়েছে। অনেকেই বাড়ি থেকে বের হতে পারেনি। কেউ কেউ কাজে এসেও কোন কাজ না পেয়ে বাড়ি ফিরে গেছেন।
রাতদিন সংবাদ/আর কে-০৩







