Friday, December 5, 2025

অভয়নগরে স্ত্রীর শরীরে আগুন লাগিয়ে পালিয়ে গেছে স্বামী

স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে গেছে স্বামী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে যশোরের অভয়নগর উপজেলার চাকই-মরিচা গ্রামে। এলাকাবাসী জানান, গ্রামের বিল্লাল সরদার তুচ্ছ ঘটনায় বৃহস্পতিবার ভোরে স্ত্রী হিরা বেগমের (৩৩) শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। হিরার চিৎকারে এলাকাবাসী এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু, অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়।হাসপাতালে হিরা বেগম জানান, কথাকাটাকাটির এক পর্যায়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে বিলের দিকে দৌড়ে পালিয়ে যায় বিল্লাল। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার টুম্পা কুন্ডু বলেন, হিরা বেগমের বুক, পিঠ ও দু’ হাতের সিংহভাগ ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে বৃহস্পতিবার দুপুরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।

অভয়নগর প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর