দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে আজ ঝড়-বৃষ্টি বয়ে যাচ্ছে। বিশেষ করে ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
-রাতদিন সংবাদ







