Friday, December 5, 2025

যশোরে আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

যশোরে আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বৃহস্পতিবার সকাল ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত শহরের ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। নামাজে শহরের হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করে।

ঈদের নামাজে উপস্থিত ছিলেন যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোরের জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার, যশোর পৌরসভার মেয়র হায়দার গণী খান পলাশ, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সেক্রেটারি এস এম তৌহিদুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিরা।

নামাজ শেষে দেশ জাতী ও মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। এরপর সকাল ৯ টায় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

-বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর