আজম খাঁন,বাঘারপাড়া(যশোর):বাঘারপাড়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় আমন বীজ (বিনা ধান-১৭) উৎপাদন-প্রদর্শনের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৯ নভেম্বর ) দুপুরে বাঘারপাড়ার মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।বাঘারপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার বিরেন্দ্রনাথ মজুমদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, সৌমিত্র সরকার,অতিরিক্ত উপ-পরিচালক, শামিউর রহমান, জেলা মনিটরিং অফিসার (প্রকল্প), উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবু দাউদ,উপ-সহকারি কৃষি কর্মকর্তা পলাশ দাস প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মিল্টন বৈরাগী।আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় আমন বীজ (বিনা ধান-১৭) উৎপাদন-প্রদর্শনের মাধ্যমে কৃষকদের জ্ঞান ও দক্ষতার উন্নয়ন হবে। স্বল্পখরচে বানিজ্যিকভাবে বীনা ধান-১৭ চাষাবাদের উপর গুরুত্ব ও মান সম্মত বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে কৃষকদের পরামর্শ দেন সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তারা।







